ব্রুনাই বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার হলেন কুবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস

কুবি প্রতিনিধি।।
ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

ব্রুনাইয়ের বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভিজিটিং স্কলার হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ড. জান্নাতুল ফেরদৌসকে। বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং সেক্রেটারি ডায়াং হাজাহ জোয়ান্নাহ বিনতি হাজি ইয়াকব স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে কতৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে যোগদানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছেন তিনি। এই সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রবেশাধিকারসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে ড. জান্নাতুল ফেরদৌস জানান, শেখার কোনো বিকল্প নেই। আমি সেখানে শেখার জন্য যাচ্ছি। আশা করি এই যোগ্যতা আমাকে বহুদূর এগিয়ে যেতে সহায়তা করবে। পাশাপাশি ধন্যবাদ দিতে চাই, যারা আমার এই অর্জনে একান্ত সহযোগিতা করেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page