০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লার বুড়িচং সীমান্তে চা-আড্ডায় অভিযান; মোটরসাইকেল জব্দ ও জরিমানা

  • তারিখ : ১১:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • 110

আক্কাস আল মাহমুদ হৃদয়।।
গনমাধ্যমে ‘কুমিল্লা সীমান্তে চা আড্ডায় মিলছে মাদক’ শিরোনামে সংবাদ প্রকাশের মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে অভিযান চালালো যৌথবাহিনী। শনিবার (২১ জুন) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী দক্ষিণগ্রাম বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর হোসেন। অভিযানে অংশ নেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফারহান ইশরাক নাবিল, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং পুলিশের সঙ্গীয় ফোর্স।

অভিযানের সময় দক্ষিণগ্রাম বাজারের দুটি চা-দোকানের সামনে চা-আড্ডায় থাকা মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় মাহবুব (দৌলতপুর), পাভেল (ছিনাইয়া), সিয়াম (বরুড়া) ও দিদার হোসেন (ভাড়াপাড়া) নামের চারজনের মোট চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও চা-দোকানের আশপাশের পরিত্যক্ত স্থান থেকে কিছু ফেন্সিডিল ও বিয়ার বোতল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় দোকান মালিকদের সতর্ক করা হয় এবং চা আড্ডার নামে এমন কর্মকাণ্ড বন্ধে নির্দেশ প্রদান করা হয়।

স্থানীয় সূত্র ও তথ্যমতে, বুড়িচং-ব্রাহ্মণপাড়া সীমান্তের কুমিল্লা-বাগড়া সড়কের পাশে ফকিরবাজার, দক্ষিণগ্রাম, শংকুচাইল ও শশীদল রেলস্টেশন এলাকার চা-দোকানগুলো দিনে দিনে পরিণত হয়েছে আড্ডাখানায়। শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল আরোহী প্রতিদিন এসব দোকানে এসে ভিড় করছেন। সন্ধ্যার পর জমে ওঠে আড্ডা, আর সেই আড্ডার আড়ালে সহজেই মিলছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য।

স্থানীয়দের অভিযোগ, এসব চায়ের দোকানে আগতদের অনেকের কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকে না। তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিচ্ছে।

অভিযান শেষে ইউএনও মো. তানভীর হোসেন জানান, দক্ষিণগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানদারদের সতর্ক করা হয়েছে এবং চা-আড্ডার নামে এমন কার্যক্রম চলতে দেওয়া হবে না। অভিযান চলমান থাকবে।তিনি আরও জানান, ভবিষ্যতে এসব আড্ডাস্থলে সন্দেহভাজনদের ডোপ টেস্ট করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লার বুড়িচং সীমান্তে চা-আড্ডায় অভিযান; মোটরসাইকেল জব্দ ও জরিমানা

তারিখ : ১১:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

আক্কাস আল মাহমুদ হৃদয়।।
গনমাধ্যমে ‘কুমিল্লা সীমান্তে চা আড্ডায় মিলছে মাদক’ শিরোনামে সংবাদ প্রকাশের মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে অভিযান চালালো যৌথবাহিনী। শনিবার (২১ জুন) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী দক্ষিণগ্রাম বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর হোসেন। অভিযানে অংশ নেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফারহান ইশরাক নাবিল, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং পুলিশের সঙ্গীয় ফোর্স।

অভিযানের সময় দক্ষিণগ্রাম বাজারের দুটি চা-দোকানের সামনে চা-আড্ডায় থাকা মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় মাহবুব (দৌলতপুর), পাভেল (ছিনাইয়া), সিয়াম (বরুড়া) ও দিদার হোসেন (ভাড়াপাড়া) নামের চারজনের মোট চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও চা-দোকানের আশপাশের পরিত্যক্ত স্থান থেকে কিছু ফেন্সিডিল ও বিয়ার বোতল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় দোকান মালিকদের সতর্ক করা হয় এবং চা আড্ডার নামে এমন কর্মকাণ্ড বন্ধে নির্দেশ প্রদান করা হয়।

স্থানীয় সূত্র ও তথ্যমতে, বুড়িচং-ব্রাহ্মণপাড়া সীমান্তের কুমিল্লা-বাগড়া সড়কের পাশে ফকিরবাজার, দক্ষিণগ্রাম, শংকুচাইল ও শশীদল রেলস্টেশন এলাকার চা-দোকানগুলো দিনে দিনে পরিণত হয়েছে আড্ডাখানায়। শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল আরোহী প্রতিদিন এসব দোকানে এসে ভিড় করছেন। সন্ধ্যার পর জমে ওঠে আড্ডা, আর সেই আড্ডার আড়ালে সহজেই মিলছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য।

স্থানীয়দের অভিযোগ, এসব চায়ের দোকানে আগতদের অনেকের কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকে না। তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিচ্ছে।

অভিযান শেষে ইউএনও মো. তানভীর হোসেন জানান, দক্ষিণগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানদারদের সতর্ক করা হয়েছে এবং চা-আড্ডার নামে এমন কার্যক্রম চলতে দেওয়া হবে না। অভিযান চলমান থাকবে।তিনি আরও জানান, ভবিষ্যতে এসব আড্ডাস্থলে সন্দেহভাজনদের ডোপ টেস্ট করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।