ভাষা শহীদের প্রতি কমলাঙ্কের শ্রদ্ধা

নিউজ ডেস্ক।।
কমলাঙ্ক সাহিত্য একাডেমি, কুমিল্লা আয়োজিত মহান ভাষার মাসে নিবেদিত অনুষ্ঠান, ‘বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি ও ভাষা আন্দোলন’কে প্রতিপাদ্য রেখে আলোচনা, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তন, ১০ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মু. শফিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আহাম্মেদ কবীর, কমলাঙ্ক সভাপতি ড. আলী হোসেন চৌধুরী, জসিম উদ্দিন আহমেদ, প্রফেসর ড. জি. এম. মনিরুজ্জামান, সফিকুল বোরহান, গৌরাঙ্গ চন্দ্র দাস, অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, হালিম আবদুল্লাহ, উত্তম বহ্নি সেন প্রমুখ।

কবিতা পাঠ করেন অধ্যক্ষ নার্গিস খান, গোলাম মোস্তফা, কল্লোল মজুমদার, সফিউল্লাহ পলিন, নেলী দত্ত।

একক ও দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন নেলী দত্ত ও মিথিলা মজুমদার মুমু।

বাংলা আমাদের প্রাণের ভাষা, এ ভাষার যথাযথ ব্যবহার ও সমৃদ্ধি কামনা করে সকলের সম্মিলিতি কন্ঠে ভাষা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page