০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় হাজী ইয়াছিনের পক্ষে ৩১ দফা প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কুমিল্লার তিতাসে মাদককে লাল কার্ড প্রদর্শন ও আত্মহত্যা রোধে শিক্ষার্থীদের শপথ ২৭ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নির্বাচন   কুমিল্লায় সৌদি প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, বেঁধে রেখে লুটপাট ফ্যাসিস সরকার গত ১৫ বছর পরীক্ষার নামে উপহাস করেছে -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লায় বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা কুমিল্লায় বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও রেবিস ভেক্সিন ক্যাম্প কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের চৌদ্দগ্রামে জামমুড়া-জামপুর যাকাত তহবিলের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ, মেশিন বিতরণ

মনোহরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

  • তারিখ : ০৮:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • 365

শাহাদাত হোসেন।।
কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক চাপায় শাহ জালাল সুজন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। সুজন ওই ইউনিয়নের উত্তর হাওলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

সোমবার দুপুর ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার খিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মামা মঞ্জুর আলম জানান, সুজন সোমবার সকালে পাসপোর্ট করতে নোয়াখালীর মাইজদী গিয়েছিল। ওইদিন দুপুরে সে সেখান থেকে বাসযোগে ফিরে খিলায় নামে। পরে খিলা থেকে ব্যাটারি চালিত রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় চালকের অসাবধানতার কারণে কুমিল্লাগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে সুজন, রিকশায় থাকা আরেক যাত্রী এবং চালক গুরুত্বর আহন হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোঘণা করেন। স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করেছে।

সোমবার সন্ধ্যায় লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

error: Content is protected !!

মনোহরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

তারিখ : ০৮:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

শাহাদাত হোসেন।।
কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক চাপায় শাহ জালাল সুজন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। সুজন ওই ইউনিয়নের উত্তর হাওলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

সোমবার দুপুর ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার খিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মামা মঞ্জুর আলম জানান, সুজন সোমবার সকালে পাসপোর্ট করতে নোয়াখালীর মাইজদী গিয়েছিল। ওইদিন দুপুরে সে সেখান থেকে বাসযোগে ফিরে খিলায় নামে। পরে খিলা থেকে ব্যাটারি চালিত রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় চালকের অসাবধানতার কারণে কুমিল্লাগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে সুজন, রিকশায় থাকা আরেক যাত্রী এবং চালক গুরুত্বর আহন হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুজনকে মৃত ঘোঘণা করেন। স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করেছে।

সোমবার সন্ধ্যায় লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।