মুরাদনগরে প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরে ৪০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাশদি গ্রামের রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৯) ও একই গ্রামের ইমান আলীর ছেলে আবুল কাশেম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী টু কুরবানপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকায় এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থান এসআই হৃদয় পালের নেতৃত্বে একদল পুলিশ রোববার বিকেলে সড়কের উত্তর হাটাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চেকপোস্ট স্থাপন করে।

এসময় সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার গাড়িসহ মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করে পুলিশ তাদের আটক করে। এবং প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে। 

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাদবপুর এলাকা থেকে এসব গাঁজা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিলো।

আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার কারাগারে প্রেরণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page