মুরাদনগরে সানি আজান নিয়ে সংঘর্ষে একজন নিহত; আহত ৭

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে মসজিদে জুমার সানি আজানকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আবু হানিফ খান(৪৫) নামে একজন নিহত হয়েছে । সে কুড়াখাল গ্রামে আবদু খানের ছেলে । এ ঘটনায় ৭ জন আহত হয়েছে।

জানা যায়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াল বাইতুন নুর জামে মসজিদে খুতবার পর আযান দেওয়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে এই সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছে বাঙ্গরা বাজার থানা পুলিমের পরিদর্শক (তদন্ত) মো: ফারুক হোসেন।

গুরুতর আহতরা হলেন, ইমন খান (২৪), আবুল খায়ের (৪৮) । তাৎক্ষণিক ভাবে বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি ।

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বলেন- এই মসজিদের দুই গ্রুপের মাঝে পূর্ব থেকেই অন্ত দ্বন্দ চলছিল। শুক্রবার জুমার খুতবার পর আজান দেওয়ার নিয়মকে কেন্দ্র করে সংঘাত ঘটে। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা পাওয়া গেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page