মুরাদনগরে ৩ শিশু যৌন নিপীড়নের দায়ে মামলা

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে প্রলোভন দেখিয়ে ৩ শিশুকে যৌন নিপীড়ণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কামাল্লা গ্রামের মৃত খুরশিদ চৌধুরীর ছেলে মোশারফ চৌধুরী (৬২) পলাতক রয়েছে। এ ঘটনায় বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় থানায় মামলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামাল্লা গ্রামের চৌধুরী বাড়ির বিকৃত রুচির বৃদ্ধা মোশারফ চৌধুরী গত ২৭, ২৮ ও ২৯ নবেম্বর পর পর ৩ দিন প্রতিবেশী ৩ শিশু কন্যাকে বিভিন্ন সময়ে প্রলোভন দিয়ে বৈঠক ঘরে নিয়ে যায় সে। ওখানে তাদের উপর বিভিন্ন ভাবে যৌন নিপীড়ণ করে মোশারফ। সর্বশেষ গত ২৯ নবেম্বর নিপীড়িত শিশুটি (৬) রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ি যায়। এ ঘটনা তার মা’র কাছে খুলে বলে।

ঘটনার সত্যতা যাচাই করতে খেলার সাথী ওই দুই শিশুর বাড়িতে গিয়ে আক্রান্ত শিশুর মা ঘটনা জানতে চাইলে, তাদের সাথেও মোশারফ এমন আচরণ করেছে বলে জানায়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। তখন অনেকেই অভিযুক্ত মোশারফ চৌধুরীকে বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। ঘটনা আঁচ করতে পেরে সে বাড়ি থেকে পালিয়ে যায় সে।

ভূক্তভোগি ৩ পরিবার বুধবার সন্ধ্যায় মুরাদনগর থানায় এসে অভিযুক্ত মোশারফ চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, যৌন নিপিড়ণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত মোশারফ চৌধুরীকে পুলিশ খোঁজছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page