
আলমগীর হোসেন।।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রশংসনীয় ভূমিকা রয়েছে। সরকারের অগ্রাধিকার ভুক্ত এজেন্ডা ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বার্ডকে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
শনিবার (১২ আগষ্ট) সকালে কুমিল্লার কোটবাড়িতে বার্ডের ময়নামতি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
তিনি বলেন, বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমানে এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিআরডিবিসহ নানা মডেল কর্মসূচি বার্ডের ফসল।
বার্ডের মহাপরিচালক মোসাম্মৎ হামিদা বেগম সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর স্বপন ভট্টাচার্য্য, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহা উদ্দিন বাহার,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ মোল্লা ।
উদ্বোধনী অধিবেশনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন. কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান।
সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্যপর্যায়ের ১০০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।
সম্মেলনে জানানো হয়, বার্ড আন্তর্জাতিক কোর্স, প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। বেশ কয়েকটি গবেষণাকর্ম সম্পন্ন করেছে বার্ড। বর্তমানে অনেকগুলো গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী আখতার হামিদ খান। তাঁর উদ্ভাবিত কুমিল্লাপদ্ধতি গ্রামীণ অর্থনীতিতে বেশ ভূমিকা রেখেছে।