যে ৫ আমল জুমআর দিনই করতে হয়

একই দিনে পাঁচটি কাজের বিনিময়ে নিশ্চিত জান্নাতের ঘোষণা দিয়েছেন বিশ্বনবি। এ কাজ পাঁচটি করতে হবে জুমআর দিন। কেননা কাজ পাঁচটির মধ্যে একটি হচ্ছে- জুমআর নামাজ পড়া। সুতরাং জুমআর নামাজ পড়ার বিষয়টি থেকে তা সুস্পষ্ট যে, বাকি ৪টি কাজও জুমআর দিন করতে হবে। তবেই হাদিসের ঘোষণা অনুযায়ী নিশ্চিত জান্নাত লাভ করবে মুমিন। হাদিসে এসেছে-

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এমন পাঁচটি কাজ আছে যে ব্যক্তি একই দিনে ওই পাঁচটি কাজ করবে; আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী বলে লিখে দেবেন।’ আর তাহলো-
– কেউ রোগাগ্রস্ত হলে তাকে দেখতে যাওয়া, তার সেবাযত্ন বা খোঁজ-খবর নেয়া।
– কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা।
– এ দিন রোজা রাখা।
– জুমআর নামাজ আদায় করা।
– গোলামমুক্ত করে দেয়া।’ (মুসলিম)

সুতরাং কোনো মুমিন বান্দা যদি নিজেকে সুনিশ্চিত জান্নাতি হিসেবে দেখতে চান, তাকে জুমআর দিন উল্লেখিত কাজগুলো যথাযথভাবে আদায় করতে হবে। আর তাতে নিশ্চিত জান্নাতের অধিকারী হবেন মুমিন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিশ্চিত জান্নাত লাভের নিয়তে জুমআর দিন উল্লেখিত কাজগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page