
আলমগীর কবির।।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মহাপরিচালকের নির্দেশনায় ইতোমধ্যে জেলা ও ইউনিট পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে দায়িত্বরত সদস্যদের খোঁজখবর নিচ্ছেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন।
এরই অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান (পি এএমএস, পিভিএমএস) কুমিল্লা আদর্শ সদর উপজেলার সিটি কর্পোরেশনের আওতাধীন মহেশঙ্গণ পূজা মণ্ডপ, দর্পণ সংঘ পূজা মণ্ডপ ও নানুয়া দীঘির পূর্বপাড় পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি জানান, ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন কুমিল্লা রেঞ্জের ছয়টি জেলায় প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। শুধু কুমিল্লা জেলায় ৭৯৯টি পূজা মণ্ডপে মোতায়েন করা হয়েছে ৫ হাজার ১০২ জন সদস্যকে।
তিনি বলেন, “আনসার ও ভিডিপি সর্বদা জনগণের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা এবং সদস্যদের নিরলস প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখরভাবে উদযাপিত হবে।”
এছাড়া কুমিল্লা জেলায় আনসার ব্যাটালিয়নের দুটি স্ট্রাইকিং টিম নিয়মিত টহল দিচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
পরিদর্শনকালে কুমিল্লা জেলার জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, রেঞ্জের সহকারী পরিচালক মো. মনসুর আলম, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।