
মোঃ রবিউল আলম, মালদ্বীপ থেকে
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সুবিধা ও রেমিট্যান্স প্রেরণ ব্যবস্থা সহজীকরণের বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে মালদ্বীপস্থ বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলামের বৈঠকে।
সম্প্রতি মালেতে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী। এ সময় উভয় পক্ষ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়াকে আরও নিরাপদ ও সাশ্রয়ী করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, “মালদ্বীপে প্রায় এক লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি কর্মরত। তাদের দীর্ঘদিনের দাবি—এখানে কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা—দেশের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মালদ্বীপে প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ হাইকমিশনের প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার (পি.ও) হাবিবুর রহমান জানান, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ প্রবাসীদের স্বার্থে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।