
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুজাহিদ (৩)। সে ওই গ্রামের উত্তরপাড়া মজুমদার বাড়ির মিশুকচালক মোজাম্মেল হোসেনের একমাত্র সন্তান।
নিহতের চাচা নুরুন্নবী জানান, “মোজাম্মেল তখন বাইরে ছিলেন। তার স্ত্রী দুপুরের খাবার রান্না করছিলেন। এ সময় মুজাহিদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজির পর আমি পানিতে নেমে তাকে পাই এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাই।”
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. হাশেম বলেন, “শিশু মুজাহিদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”