রেজভীয়া দরবার শরীফের ৬১তম পবিত্র ওরুছ মোবারক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।
শেখ সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানী (রাদিয়াল্লাহু তা আলা আনহু) এঁর স্মরণে, মহিউস সুন্নাহ আল্লামা গাজী আকবর আলী রেজভী (রাদিয়াল্লাহু তা’আলা আনহুর) প্রতিষ্ঠিত দরবারের ১০ ও ১১ ফাল্গুন ৬১ তম বার্ষিক ওরুছ মোবারক অনুষ্ঠিত হয়।

৬১ তম বার্ষিক ওরুছ মোবারক শুভ উদ্বোধন করেন গদ্দীনশীন পীর আল্লামা আলহাজ্ব সিরাজুল আমিন রেজভী সুন্নী আল ক্বাদেরী।

আরো উপস্থিত ছিলেন পীরজাদা আনসার আলী রেজভী, পীরজাদা মোহাম্মাদ আলী রেজভী, মোহাম্মদ সাইফ আহমেদ রেজভী, মুফতি আবু সাদেক রেজভী, মাওলানা আলী হায়দার রেজভীসহ দরবার শরীফের আওলাদগণ।

উক্ত ওরুছ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেমেদিন, সুফি সাধক ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

১১ই ফাল্গুন দুপুর ১২ ঘটিকা, রেজভী বাবার প্রবাসী গোলাম ঐক্য পরিষদ এর সভাপতি আব্দুল জব্বার রেজভী, সাধারণ সম্পাদক আইয়ুব খান রেজভী, সহ-সাধারণ সম্পাদক মাসুম রেজভী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব রেজভীর উদ্যোগে একটি বিশাল আনন্দ র‌্যালী বের করা হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন রেজভীয়া দরবার শরীফের গদ্দিনশিন পীর আলহাজ্ব সিরাজুল আমিন রেজভী, পীরজাদা মোহাম্মদ আনছার আলী রেজভী, রেজভী বাবার প্রবাসী গোলাম ঐক্য পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ রেজভী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম রেজভী, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ রিজভী, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রেজভীসহ আরো অনেক নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page