লকডাউনে কঠোর কুমিল্লা প্রশাসন; ২২৩ মামলায় ২৩৭ জনকে অর্থদণ্ড

মাহফুজ নান্টু, কুমিল্লা।।
কঠোর বিধিনিষেধে কঠোর কুমিল্লা জেলা প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিনা কারনে ঘর থেকে বের হওয়াসহ নানান অপরাধে ২২৩ মামলায় ২৩৭ জনকে ২ লাখ ১৩ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় দিনে জেলায় মোট ৩৬ টি মোবাইল কোর্ট কাজ করে।

জেলা প্রশাসনসূত্রে জানা যায়, কঠোর লকডাউনের প্রথম দিনে ২১৯ মামলা ২২০ জনকে ১ লাখ ৭২ হাজার ৩ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে নগরীর প্রবেশমুখে আলেখারচর, শাসনগাছা, রেসকোর্স, কান্দিরপাড়, ফৌজদারী, রাজগঞ্জ, চকবাজার, টমসমব্রীজ, পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ভ্রাম্যমান আদালতের একাধিক টিমকে দেখা যায়।

কঠোর অবস্থানে ছিলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিঃমিঃ অংশ। মহাসড়কজুড়ে দেখা যায় নি দূরপাল্লার কোন যাত্রীবাহী বাস। তবে প্রাইভেটকার মাইক্রো ও সিএনজি চালিত অটোরিকশা ও দূর পাল্লার মালামালবাহী কন্টেইনার যাওয়া আসা করেছে।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, লকডাউন বাস্তবায়নে কুমিল্লা জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি যাদের খাবার নিয়ে সমস্যা রয়েছে তাদের মধ্যে গতকাল শুক্রবার ২২১ জন ও আজ শনিবার ৯১ জনকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page