লাকসামে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

লাকসাম প্রতিনিধি।।
মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার লাকসামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ- কুমিল্লা’র আয়োজনে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুস ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, খাদ্য নিরাপত্তা কর্মকর্তা আরিফুল হাসান, কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, ব্যবসায়ী জাকির হোসেন, সজীব ঘোষ, আলাউদ্দিন জনি, আনোয়ার হোসেন, আমীর হোসেন, লাকসাম উপজেলা ক্যাবের সভাপতি কাজী মাসউদ আলম প্রমুখ।

সেমিনারে লাকসামের বিভিন্ন এলাকার হোটেল, মিস্টান্ন, মৎস্য, পোল্ট্রি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page