নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, স্কুলে স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যা বাড়ছে। তৈরি হচ্ছে অনেক মেধাবী শিক্ষার্থী। আবার এই মেধাবী শিক্ষার্থীরাই কর্মক্ষেত্রে গিয়ে দূর্নীতিতে জড়িয়ে পড়ছে। আমাদের ভালো ছাত্র তৈরী হলেও আশানুরূপভাবে দেশপ্রেমিক নাগরিক তৈরি হচ্ছে না। যদি মেধাবীরা দেশপ্রেমিক হত, তাহলে তারা অর্থলোভী হতো না, দূর্নীতিবাজ হতো না। তাই ভালো ছাত্রের পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ করে তুলতে হবে। স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ সুনাগরিক কখনো দূর্নীতিতে জড়াতে পারে না।
মঙ্গলবার (১৪ মে) কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে পানির জার, মগ ও সিলিং ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
এমপি বাহার আরও বলেন, আমাদের ঐতিহ্যের কুমিল্লা আজ রেমিট্যান্সে এক নম্বর, খাদ্য উৎপাদন আমরা শীর্ষে। কুমিল্লাকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। স্মার্ট কুমিল্লা তৈরি হলে স্মার্ট বাংলাদেশ তৈরি হবে।
তিনি আরও বলেন, জাতির পিতার অসহায় মানুষের ভাগ্যে বদলে কাজ করতেন। বঙ্গবন্ধু কর্মী হিসেবে আমিও সাধারণ মানুষের কল্যাণে কাজ করি। আমাদের সকল কর্মকাণ্ডের মুলে রয়েছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। সবাই দোয়া করবেন শেখ হাসিনার জন্য। শেষ হাসিনা দীর্ঘয়ু হলে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী দিনের সন্তানরা একটি ধনী দেশের মালিক হবে।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ পরিচালক এসএম গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড হোসেনের আরা বেগম বকুল, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আহাম্মদ নিয়াজ পাবেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, আমড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো ইকবাল হাছান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জামাল হোসেন সহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ইউজিডিপি এর আওতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলাধীন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার মধ্যে ৬০০ সিলিং ফ্যান, ১৩০০ পানির জার ও ২৬০০ মগ বিতরণ করেন অতিথিরা।
আরো দেখুন:You cannot copy content of this page