০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে প্রথমবারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

সাবেক এমপি বাহার ও তার স্ত্রীর ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

  • তারিখ : ১১:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • 27

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট ক্রোক এবং তাঁদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান।

দুদকের আবেদন অনুযায়ী চারটি ব্যাংক হিসাবে ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে বাহার ও তাঁর স্ত্রীর।

স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্তে দেখা গেছে, আসামিরা এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন, যা মামলার নিষ্পত্তির আগে সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি করছে। এ জন্য সম্পদ ক্রোক ও হিসাব জব্দের নির্দেশ প্রয়োজন বলে জানায় দুদক।

error: Content is protected !!

সাবেক এমপি বাহার ও তার স্ত্রীর ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

তারিখ : ১১:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট ক্রোক এবং তাঁদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান।

দুদকের আবেদন অনুযায়ী চারটি ব্যাংক হিসাবে ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে বাহার ও তাঁর স্ত্রীর।

স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্তে দেখা গেছে, আসামিরা এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন, যা মামলার নিষ্পত্তির আগে সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি করছে। এ জন্য সম্পদ ক্রোক ও হিসাব জব্দের নির্দেশ প্রয়োজন বলে জানায় দুদক।