সারাদেশে পদযাত্রার নামে বিএনপি ও জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড করছে -মেয়র রিফাত

নেকবর হোসেন।।
১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো: আরফানুল হক রিফাত।

শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বঙ্গবন্ধু ল কলেজের অধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী আজাদ। বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাশার, কুমিল্লা মহানগর সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু চিত্র রঞ্জন ভৌমিক , আব্দুল হাই বাবলু,কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক মোঃ হাসান খসরু, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক কাজী সোহেল হায়দার,কুমিল্লা মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, পদযাত্রার নামে বিএনপি ও জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তাদের এই কার্যক্রম জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করতে হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page