০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা সাহেবাবাদ ডিগ্রি কলেজ; ১৫৩ জনের মধ্যে ১৩৮ জন ফেল; পাসের হার মাত্র ৯.৮০% কুমিল্লা বোর্ডের ৯ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ কুমিল্লায় খেলতে বের হয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু টানা ১৪ বছর কুমিল্লা বোর্ডসেরা সোনার বাংলা কলেজ; শতভাগ পাস, ১৪৮ জন জিপিএ-৫ জিপিএ-৫ পেল কুমিল্লা সোনার বাংলা কলেজের পায়েল ইসলাম; ডাক্তার হওয়ার স্বপ্ন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হলে রেমিট্যান্স পাঠানো বন্ধের হুমকি প্রবাসীদের বুড়িচংয়ে একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা শামীম গ্রেপ্তার মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ৪৫০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সুপারহিট সিনেমা ‘রঙিলা’র রিমেক, যা বললেন ঊর্মিলা

  • তারিখ : ০১:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • 199

নব্বইয়ের দশকের সুপারহিট সিনেমা ‘রঙ্গিলা’। রাম গোপাল বর্মা পরিচালিত এই ছবি ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিলো। গল্প, গান ও তারকাদের অভিনয়ে সিনেমাটি জয় করে নিয়েছিলো দর্শকের মন। আজও অনেকে সিনেমাটি দেখে তৃপ্তি খুঁজে পান।

আমির খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। বলা হয়ে থাকে যে এই ছবি নায়িকার ক্যারিয়ারের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল। ঊর্মিলার বিপরীতে এখানে আমিরের পাশাপাশি আরও ছিলেন জ্যাকি শ্রফ।

কেমন হয় সিনেমাটি নতুন করে তৈরি হলে? সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং ‘মিলি’ অর্থাৎ ঊর্মিলা। তিনি জানালেন, কোনো ছবি নতুনভাবে ফের তৈরি করা হবে কি না সে বিষয়ে কোনো গৎবাঁধা নিয়ম থাকতে পারে না। কিছু রিমেক যেমন সেভাবে মুগ্ধ করতে পারে না, কিছু রিমেক আবার বেশ ভাল হয় বলেও মনে করেন তিনি।

এক সর্বভারতীয় মাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘সব ক্ষেত্রে যে একই নিয়ম প্রযোজ্য, সেটা ভাবা অন্যায় হবে। কিছু রিমেক সত্যিই খুব ভাল হয়। কিছু আবার প্রত্যাশা পূরণ করতে পারে না, কারণ আসল ছবিটিকে মানুষ ভুলতে পারেন না।’

অভিনেত্রী মনে করেন, ‘রঙ্গিলা’ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিল বলেই সফল হয়েছিল। অন্য কোনো অভিনেতা বা পরিচালকের ক্ষেত্রে সেটা আবার নতুন করে সৃষ্টি করা কঠিন হবে বলেই অভিমত ঊর্মিলার।

error: Content is protected !!

সুপারহিট সিনেমা ‘রঙিলা’র রিমেক, যা বললেন ঊর্মিলা

তারিখ : ০১:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১

নব্বইয়ের দশকের সুপারহিট সিনেমা ‘রঙ্গিলা’। রাম গোপাল বর্মা পরিচালিত এই ছবি ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিলো। গল্প, গান ও তারকাদের অভিনয়ে সিনেমাটি জয় করে নিয়েছিলো দর্শকের মন। আজও অনেকে সিনেমাটি দেখে তৃপ্তি খুঁজে পান।

আমির খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। বলা হয়ে থাকে যে এই ছবি নায়িকার ক্যারিয়ারের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল। ঊর্মিলার বিপরীতে এখানে আমিরের পাশাপাশি আরও ছিলেন জ্যাকি শ্রফ।

কেমন হয় সিনেমাটি নতুন করে তৈরি হলে? সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং ‘মিলি’ অর্থাৎ ঊর্মিলা। তিনি জানালেন, কোনো ছবি নতুনভাবে ফের তৈরি করা হবে কি না সে বিষয়ে কোনো গৎবাঁধা নিয়ম থাকতে পারে না। কিছু রিমেক যেমন সেভাবে মুগ্ধ করতে পারে না, কিছু রিমেক আবার বেশ ভাল হয় বলেও মনে করেন তিনি।

এক সর্বভারতীয় মাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘সব ক্ষেত্রে যে একই নিয়ম প্রযোজ্য, সেটা ভাবা অন্যায় হবে। কিছু রিমেক সত্যিই খুব ভাল হয়। কিছু আবার প্রত্যাশা পূরণ করতে পারে না, কারণ আসল ছবিটিকে মানুষ ভুলতে পারেন না।’

অভিনেত্রী মনে করেন, ‘রঙ্গিলা’ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিল বলেই সফল হয়েছিল। অন্য কোনো অভিনেতা বা পরিচালকের ক্ষেত্রে সেটা আবার নতুন করে সৃষ্টি করা কঠিন হবে বলেই অভিমত ঊর্মিলার।