কুমিল্লা কলেজ থিয়েটার এর ত্রয়োদশ বর্ষপূর্তি উৎসব উদযাপিত

নিউজ ডেস্ক।।
কুমিল্লা সরকারি কলেজের একমাত্র সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা কলেজ থিয়েটারের ত্রয়োদশ বর্ষপূর্তি উপলক্ষে ২২ সেপ্টেম্বর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়। বিকেল ৫টায় বর্ণাঢ্য র‍্যালি ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ বাহাদুর হোসেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা শেষে কুমিল্লা কলেজ থিয়েটারের সদস্যরা “চাঁদ পালঙ্কের পালা” নামের একটি পালানাটক ২য় মঞ্চায়ন করেন। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন আতিকুর রহমান সুজন। নাটকের পূর্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বৃন্দ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর এ. কে. এম আসাদুজ্জামান সাবেক অধ্যক্ষ, কুমিল্লা সরকারি কলেজ।
বিশেষ অতিথি : প্রফেসর সৈয়দা বিলকিছ আরা বেগম সাবেক অধ্যক্ষ, কুমিল্লা সরকারি কলেজ।
বিশেষ অতিথি : চন্দন রেজা সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) গ্রুপ থিয়েটার ফেডারেশন।
বিশেষ অতিথি : শাহজাহান চৌধুরী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সভাপতি, প্রতিবিম্ব থিয়েটার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আনোয়ারুল হক, সভাপতি, কুমিল্লা কলেজ থিয়েটার। সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা সরকারি কলেজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা কলেজ থিয়েটারের, প্রতিষ্ঠাতা সদস্য, কামরুল ইসলাম রাশেদ, প্রতিষ্ঠাতা সদস্য রায়হান, সাবেক সাধারণ সম্পাদক শিপু আক্তার, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান, উপদেষ্টা নন্দন ভৌমিক, প্রতিষ্ঠাকালীন সদস্য ওমর ফারুক সহ অনান্যরা।

ত্রয়োদশ বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বান আহমেদ সজল এবং সদস্য সচিব সৌহার্দ্য।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, কুমিল্লা কলেজ থিয়েটারের সাবেক, সাধারণ সম্পাদক আশিক পায়েল। বর্তামান সদস্য পৃথা রায়।

অনুষ্ঠানে আবৃত্তি করেন, আবৃত্তি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, নিপর্না দেবনাথ।

কুমিল্লা করলে থিয়েটারে নৃত্য শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশ করেন।

এ সময় কুমিল্লার সকল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page