স্ত্রীকে ভিডিও কলে রেখে কুমিল্লার প্রবাসী যুবকের গলায় ফাঁস

জহিরুল হক বাবু।।
কুয়েতে মেহেদী হাসান রিদয় (২৫) নামের এক বাংলাদেশি যুবক স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দেওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ জুন) দেশটির কাবাদ এলাকায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার ৯ নম্বর মাইজকার ইউনিয়নের আওড়াল গ্রামের পদদৈন্না বাড়ির আবু তাহেরের ছেলে।

রিদয়ের ভাই সাজ্জাদ হোসেন সাগর বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে আমার ভাই আমার সঙ্গে কথা বলে। এর আধাঘণ্টা পর বাড়ি থেকে আমার বাবা কল করে বলে আমার ভাই তার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে ফাঁসিতে ঝুলে যায়। আমি দৌঁড়ে তার রুমে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখি। ততক্ষণে সে আর জীবিত নেই।’

তিনি জানান, প্রেম করে বিয়ে করছিল আমার ভাই। কিন্তু বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে তার সংসার ভালো যাচ্ছিল না। স্ত্রীর সঙ্গে কলহ লেগে থাকতো। অনেকবার চেষ্টা করেও ঠিক করতে পারিনি। সে এগুলো নিতে না পেরে গলায় ফাঁস দিয়েছে।

রিদয়ের বন্ধু মোস্তফা কামাল বলেন, ‘মেহেদী মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও আমার সঙ্গে কথা বলেছে। তখন তাকে এরেবারেই স্বভাবিক মনে হয়ছে। পরে শুনি সে আত্মহত্যা করেছে। তার মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছি না। জানতে পারি পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করে।’

মেহেদী হাসান রিদয় ২০১৮ সালে কুয়েত আসেন। তার ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

সুত্র- জাগো নিউজ

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page