০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

হরতালে কুমিল্লা থেকে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত মালিকদের

  • তারিখ : ১১:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • 33

নিউজ ডেস্ক।।
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কুমিল্লা থেকে সারাদেশে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পরিবহন চালক ও হেলপাররা জানিয়েছেন, মালিক সমিতির পক্ষ থেকে হরতালে গাড়ি চালানোর সিদ্ধান্ত ঠিক হয়নি। পরিবহন চালাতে গিয়ে পথে যদি আক্রান্ত হই কিংবা মারা যাই তাহলে আমাদের সংসারের কী হবে?

বোগদাদ সার্ভিস কাউন্টারের সুপারভাইজার তুহিন হোসেন বলেন, মালিক সমিতি থেকে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমরা বিষয়টি আগে দেখব। পরিবেশ, পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, আন্তঃজেলা বাস মিয়ামি এয়ারকনের কাউন্টার বন্ধ পড়ে থাকতে দেখা গেছে। টার্মিনালে যাত্রী নেই। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করে রাখা হয়েছে বাসগুলো।

পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কবির আহমেদ বলেন, হরতাল হোক আর যা-ই হোক আমরা ব্যবসায়ী। আমাদের কাজ হলো পরিবহন সচল রাখা। বাকিটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করছে। এখন পর্যন্ত আমরা কুমিল্লা জেলা থেকে কোনো ধরনের যাত্রীবাহী পরিবহন বন্ধ রাখা সিদ্ধান্ত গ্রহণ করিনি।

error: Content is protected !!

হরতালে কুমিল্লা থেকে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত মালিকদের

তারিখ : ১১:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

নিউজ ডেস্ক।।
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কুমিল্লা থেকে সারাদেশে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পরিবহন চালক ও হেলপাররা জানিয়েছেন, মালিক সমিতির পক্ষ থেকে হরতালে গাড়ি চালানোর সিদ্ধান্ত ঠিক হয়নি। পরিবহন চালাতে গিয়ে পথে যদি আক্রান্ত হই কিংবা মারা যাই তাহলে আমাদের সংসারের কী হবে?

বোগদাদ সার্ভিস কাউন্টারের সুপারভাইজার তুহিন হোসেন বলেন, মালিক সমিতি থেকে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমরা বিষয়টি আগে দেখব। পরিবেশ, পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, আন্তঃজেলা বাস মিয়ামি এয়ারকনের কাউন্টার বন্ধ পড়ে থাকতে দেখা গেছে। টার্মিনালে যাত্রী নেই। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করে রাখা হয়েছে বাসগুলো।

পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কবির আহমেদ বলেন, হরতাল হোক আর যা-ই হোক আমরা ব্যবসায়ী। আমাদের কাজ হলো পরিবহন সচল রাখা। বাকিটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করছে। এখন পর্যন্ত আমরা কুমিল্লা জেলা থেকে কোনো ধরনের যাত্রীবাহী পরিবহন বন্ধ রাখা সিদ্ধান্ত গ্রহণ করিনি।