হুমায়ুন কবির জীবনের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী “গোমতির পাড়ের শহর” উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার জনপ্রিয় আলোকচিত্রি হুমায়ুন কবির জীবনের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী “গোমতির পাড়ের শহর” উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে ফিতা কেটের আলোকচিত্র প্রদর্শনী “গোমতির পাড়ের শহর’’ এর উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানরগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ, শাহ মোহাম্মদ আলমীগীর খান মাউজভান্ডারী, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের কোষাদক্ষ আলী আকবর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শাহজাহান, কুমিল্লা টেলিভিশস সাংবাদিক ফোরামে সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্যাঈদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাদিক হোসেন মামুনসহ আরো অনেকে।

আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি সংস্কৃতি অনুষ্ঠানের গান পরিবেশন করেন শিল্পী আলপনা, সাথী জাহান, রাসেল, সুমন, শিপন।

আলোকচিত্র প্রদর্শনী আগামী ১৪ ও ১৫ জুন চলবে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শকদের জন্য উনন্মুক্ত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page