
সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় মো. সবির হোসেন ওরফের সগির নামেন এক দুধর্ষ ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিকালমিনা গ্রামের মৃত এনা মিয়ার ছেলে।
থানাসূত্রে জানাগেছে, ৪ টি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত সগির শ্রীনগর গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে এএসআই মো. মাসুদ রানা ও কনস্টেবল সোলেমান সিকদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার সবির হোসেন প্রকাশ সগির ডাকাতকে আটক করতে সক্ষম হয় ।
উল্লেখ্য মো. সবির হোসেন ওরফে সগির ডাকাত ২০১৪ সালে থানার হাজতের বাথরুমের ভ্যান্টিলেটার ভেঙে পালিয়ে গিয়েছিল। পরে জনতার সহায়তায় ঘারমোড়া থেকে তার গ্রেফতার করা হয়েছিল।
ওসি মোঃ সাইফুল ইসলাম জানান,আগামীকাল আসামীকে আদালতে প্রেরন করা হবে।











