হোমনায় বুদ্ধিপ্রতিবন্ধি গৃহবধূকে গণ ধর্ষণ-আটক ৪

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় এক বুদ্ধিপ্রতিবন্ধি গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৪ বখাটেকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। শনিবার গভীর রাতে সিনিয়র পুলিশ সুপার (এএসপি সার্কেল হোমনা) মো. ফজলুল করিমের নেতৃত্বে উপজেলার চারকুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে ভিকটিমের স্বামী বাদী হয়ে হোমনা থানায় মামলা নং ৬ তাং ৯/১/২০২১ইং রুজু করা হয়েছে। ধৃত আসামীরা হলো, উপজেলার চারকুরিয়া গ্রামের মো. ছিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসান (২৭), মোহন মিয়ার ছেলে মো. রাসেল (২০), জয়নাল আবেদীনের ছেলে মো. ইউসুফ প্রকাশ বাদশা (২৫) ও মৃত মজিবুর রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (১৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর ২০২০ইং মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হোমনা উপজেলার চারকুড়িয়া গ্রামের দিন মজুরের বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রীকে (২২) একই গ্রামের মো. হাসান (২৭), মো. রাসেল (২০), মো. ইউসুফ প্রকাশ বাদশা (২৫), ও মো. সোহাগ মিয়া (১৬) কৌশলে ঘরে ডুকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

অভিযোগ উঠে স্থানীয় একটা টাউটবাটপর মহল ঘটনা ধামাচাপা দিতে মোটা অংকের টাকায় রফাদফার চেষ্ঠা করে। পরে সিনিয়র পুলিশ সুপার (এএসপি সার্কেল হোমনা) মো. ফজলুল করিমের নেতৃত্বে সিনিয়র অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ, এসআই মোঃ আশেকুল ইসলাম, এএসআই রফিক, এএসআই মোরশেদসহ সংগীয় ফোর্সদের নিয়ে গভীররাতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

হোমনা থানা অফিসার ইনচার্জ আবুল কায়েস আকন্দ ঘটনার সতত্য স্বিকার করেন আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বিকার করেন বলেও তিনি জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page