২৯ নভেম্বর কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের নকআউট ম্যাচ

জহিরুল হক বাবু।।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের নকআউট রাউন্ডের কুমিল্লা বিভাগ লাল দল বনাম কুমিল্লা বিভাগ সবুজ দলের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি সফলভাবে আয়োজন করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন কর্তৃপক্ষ।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ টি-টোয়েন্টি ম্যাচের মাঠের আনুষাঙ্গিক কমিটির আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

তিনি সাংবাদিকদের সামনে খেলার পূর্ব প্রস্তুতি ও মাঠের সংস্কার কাজের বিষয়ে কথা বলেন।

আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আগামী ২৯ নভেম্বর সকাল দশটায় এ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলার পূর্বে জাতীয় সংগীত দলীয় সংগীতসহ সাংস্কৃতিক ডিসপ্লের আয়োজন করা হবে। এ খেলা সফলভাবে আয়োজন করার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যে তিনটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলার বিভিন্ন ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদরা ও দলীয় নেতা কর্মীরাসহ সাধারণ মানুষগণ বিনা টিকিটে এ খেলা উপভোগ করবেন। মাঠে সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফুজ্জামান, ক্রীড়াবিদ ও সংগঠক ফখরুল আলম উল্লাস, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ক্রীড়া সংগঠক জিয়াউল আলম তিতাস, কুমিল্লা বেতারের ফজলু মুন্সী, শেখ সোহরাব উদ্দিন, ফুটবল কোচ মাহমুদুল আল তুহিন, প্রফেসর ফরহাদ, ন্যান্সি আবুসহ আরো অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page