০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৪-২ গোলের ব্যবধানে উত্তর বারিধারা ক্লাবকে হারিয়ে বিজয়ী চট্টগ্রাম আবাহনী

  • তারিখ : ০৭:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • 12

মোঃ জহিরুল হক বাবু।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৫১ তম ম্যাচে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী উত্তর বারিধারা ক্লাবকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে।

বৃহস্পতিবার বিকেল ৩ঃ৩৭ মিনিটে খেলা শুরু হয়। ১২ মিনিটের মাথায় পেনাল্টি শটে চট্টগ্রাম আবাহনীর পক্ষে প্রথম গোলটি করেন ২৭ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়ার ইবিমবিইউ থেংগড (ebimobowei thankgod)।

খেলার ২৮ মিনিটের মাথায় পুনরায় প্রতিপক্ষের জালে গোল করেন একই খেলোয়াড় ইবিমবিইউ থেংগড (ebimobowei thankgod)। ১৪ মিনিট পরেই থেকে পুনরায় প্রতিপক্ষের জালে ৩য় গোলটি করেন একই খেলোয়া ইবিমবিইউ থেংগড (ebimobowei thankgod)। ৩-০ গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় আবারো উত্তর বারিধারা ক্লাবের জালে ১৭ নম্বর জার্সি পরিহিত আফগান খেলোয়াড় অমিদ পোপাল জে (omid popalzay) ৪র্থ ও দলের পক্ষে শেষ গোলটি করেন।

দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের মাথায় উত্তর বারিধারা ক্লাবের ৫ নম্বর জার্সি পরিহিত উজবেকিস্তানের খেলোয়াড় সেইডোসটন ফজিলব (saiddoston fozilov) দলের পক্ষে প্রথম গোলটি করেন।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের মাথায় উত্তর বারিধারা ক্লাব এর পক্ষে দ্বিতীয় গোলটি করেন ৯ নম্বর জার্সি পরিহিত উজবেকিস্তানের খেলোয়াড় ইভজেনটি কোচনেব (evgenty kochnev)

পরবর্তীতে কোন দলই আর গোল করতে না পারায় ৪-২ ব্যবধানে চট্টগ্রাম আবাহনীর জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুল হক রিফাত। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।

error: Content is protected !!

৪-২ গোলের ব্যবধানে উত্তর বারিধারা ক্লাবকে হারিয়ে বিজয়ী চট্টগ্রাম আবাহনী

তারিখ : ০৭:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

মোঃ জহিরুল হক বাবু।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৫১ তম ম্যাচে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী উত্তর বারিধারা ক্লাবকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে।

বৃহস্পতিবার বিকেল ৩ঃ৩৭ মিনিটে খেলা শুরু হয়। ১২ মিনিটের মাথায় পেনাল্টি শটে চট্টগ্রাম আবাহনীর পক্ষে প্রথম গোলটি করেন ২৭ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়ার ইবিমবিইউ থেংগড (ebimobowei thankgod)।

খেলার ২৮ মিনিটের মাথায় পুনরায় প্রতিপক্ষের জালে গোল করেন একই খেলোয়াড় ইবিমবিইউ থেংগড (ebimobowei thankgod)। ১৪ মিনিট পরেই থেকে পুনরায় প্রতিপক্ষের জালে ৩য় গোলটি করেন একই খেলোয়া ইবিমবিইউ থেংগড (ebimobowei thankgod)। ৩-০ গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় আবারো উত্তর বারিধারা ক্লাবের জালে ১৭ নম্বর জার্সি পরিহিত আফগান খেলোয়াড় অমিদ পোপাল জে (omid popalzay) ৪র্থ ও দলের পক্ষে শেষ গোলটি করেন।

দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের মাথায় উত্তর বারিধারা ক্লাবের ৫ নম্বর জার্সি পরিহিত উজবেকিস্তানের খেলোয়াড় সেইডোসটন ফজিলব (saiddoston fozilov) দলের পক্ষে প্রথম গোলটি করেন।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের মাথায় উত্তর বারিধারা ক্লাব এর পক্ষে দ্বিতীয় গোলটি করেন ৯ নম্বর জার্সি পরিহিত উজবেকিস্তানের খেলোয়াড় ইভজেনটি কোচনেব (evgenty kochnev)

পরবর্তীতে কোন দলই আর গোল করতে না পারায় ৪-২ ব্যবধানে চট্টগ্রাম আবাহনীর জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুল হক রিফাত। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।