৬০ কেজি ওজনের কাঁঠাল নিয়ে বসে আছে ব্যবসায়ি, নাই ক্রেতা

এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার প্রতিনিধি।।
দেবীদ্বার নিউমার্কেট চত্বরের ফল ব্যবসায়িক মো.কামরুজ্জাম সরকার ৬০ কেজী ওজনের জাতীয় ফল কাঁঠাল নিয়ে বসে আছে সকাল ধরে, নাই কোনো ক্রেতা সেই কাঁঠালটি ক্রয় করার।নরসিংদী নরদাইল বাজার থেকে ৮০০শ টাকার দিয়ে ক্রয় করা সেই কাঁঠালটি এক হাজার টাকার উপরে বিক্রি করতে চায় তিনি।

মহামারী করোনায় লকডাউনে সরকারি নির্দিস্ট সময় বেঁধে দেওয়ায় সময়মত গ্রাহক বাজারে না থাকায় ওই ক্রয় করা কাঁঠালটি দামের উপরে কেউ বলছেনা বলে তিনি জানান। জাতীয় ফল কাঁঠালটি বিক্রি করতে এমন বেহাল অবস্থায় পড়তে হবে তা ভাবতে পারিনি বলে তিনি জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page