৬০ বিজিবির অভিযানে ৪৩ লক্ষ ৫৫ হাজার টাকার মাদকসহ চোরাকারবারি আটক

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার সুলতান পুর ৬০ বিজিবির অধিনায়কের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাাদক বিরোধী অভিযান চালায়। এ সময় জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকার শংকুচাইল, শশীদল ও শালদানদী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখউড়া কসবা উপজেলার মাদলা মইনপুর, চন্ডিদার বিওপি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪৩ লক্ষ ৫৫ হাজার ১৫০ টাকার ভারতীয় অবৈধ বিভিন্ন মাদক সহ নাদিম মাহমুদ নামের এক জনকে আটক করে।

বিজিবি সূত্র জানায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে মাদলা, মঈনপুর ও কসবা ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল ও সালদানদী বিওপি কর্তৃক ২৪ নভেম্বর রোববার মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় ৪৩ লক্ষ ৫৫ হাজার ১৫০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক, বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। এসময় ১ জন আসামীকে আটক করে। তন্মধ্যে জব্দকৃত ভারতীয় বাঁজি ৩৫৬০০ পিস, রসুন ১০৮ কেজি, শাড়ি ৪৭ পিস, চাউল ২১৬ কেজি, চিনি ২৩৭৫ কেজি, হুইস্কি ০৪ বোতল, গাঁজা ২৭ কেজি এবং ০১ টি বাংলাদেশী প্রাইভেট করা। এছাড়াও আটককৃত আসামী হলো রাজধানী ঢাকার দক্ষিণ খানের চালাবন্দ গ্রামের মাসুদ করিমের ছেলে নাদিম মাহমুদ (২৪)।

আটককৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও অন্যান্য ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page