অপারেশন ডেভিল হান্টঃ কুমিল্লায় ২৪ ঘন্টায় ৬ জনসহ চার দিনে ৩১ জন গ্রেপ্তার

জহিরুল হক বাবু।।
চলমান অপারেশন অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত গেল ২৪ ঘন্টায় আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে গেল চার দিনে মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী কর্তৃক ‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৩), মুন্সীরহাট ইউনিয়নের পেঁচাইমুড়ি গ্রামের মৃত হলদু মিয়ার ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: মফিজুর রহমান (৪৫), চৌদ্দগ্রাম পৌরসভাধিন চাঁন্দিশকরা পাটোয়ারী বাড়ীর মৃত শামসুল হক পাটোয়ারীর ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: বদিউল আলম পাটোয়ারী (৫৩) ও পৌরসভাধিন লক্ষ্মীপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৬)।

এদিকে কুমিল্লা নগরীর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ- সাংগঠনিক মোঃ কামাল হোসেন(৫৩) কে গ্রেফতার করা হয়েছে। কামাল হোসেন কালিয়াজুড়ি (হাফিজ গলি) আলী মিয়ার ছেলে।

এছাড়াও জেলার হোমনা উপজেলায় মোঃ জুলহাস (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা, লিফলেট বিতরন ও নাশকতার অভিযোগ রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page