০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন বুড়িচংয়ে মসজিদে ছুরিকাঘাতের ঘটনায় আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়েত ইসলামীর গণমিছিল দাউদকান্দিতে শহীদদের সমাধিতে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

অপারেশন ডেভিল হান্ট: কুমিল্লায় গেল ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩ জন

  • তারিখ : ০৬:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 9

জহিরুল হক বাবু।।
অপারেশন ডেভিল হান্টে গেল ২৪ ঘণ্টায় কুমিল্লায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এ নিয়ে গেল পাঁচ দিনে যৌথ বাহিনীর অভিযানে ৪১ ব্যক্তি গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশিই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গেল ২৪ ঘণ্টায় কুমিল্লা মহানগরী এবং জেলার নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, মুরাদনগর ও তিতাস উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লার মুরাদনগরের গাজীপুর এলাকার আওয়ামী লীগ কর্মী আল-আমিন। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. জামাল উদ্দিন। কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন আহমেদ এবং কুমিল্লা নগরীর সুজানগর এলাকার ছাত্রলীগ কর্মী সানাউল্লাহ হোসেন। হোমনা পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. জুলহাস।

এছাড়াও বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, পৌর সদরের চাঁন্দিশকরা গ্রামের মৃত শামছুল হক পাটোয়ারীর ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী (৫৩), পৌরসভার লক্ষীপুরের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৬), মুন্সীরহাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও ইউনিয়নের পেঁচাইমুড়ী গ্রামের মৃত হলদু মিয়ার ছেলে মফিজুর রহমান (৪৫), ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়ার মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৩)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আটক চারজন আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে রয়েছে। ৫ আগস্টের আগে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। ৫ আগস্টের পরেও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে নাঙ্গলকোটে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, হেসাখাল ইউপির পাটোয়ার গ্রামের মেসবাহুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান খন্দকার (২৯), উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউপির পানকরা গ্রামের মৃত আবু তাহেরে ভূঁইয়ার ছেলে সহিদুর রহমান ভুঁইয়া (৫৯) ওরফে সাহাব উদ্দিন। আদ্রা উত্তর ইউপির আওয়ামী লীগ নেতা দক্ষিণ শাকতলী গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে মাস্টার মাহবুল হক (৬০) ও ঢালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এবং একই ইউপির ঢালুয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বাবুল মিয়া (৫০)।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক জানান, চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের সঙ্গে অপারেশন ডেভিল হান্টের যৌথ অভিযান ছিল। ওই অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পূর্বে তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যা মামলাসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।

অপারেশন ডেভিল হান্ট: কুমিল্লায় গেল ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩ জন

তারিখ : ০৬:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

জহিরুল হক বাবু।।
অপারেশন ডেভিল হান্টে গেল ২৪ ঘণ্টায় কুমিল্লায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এ নিয়ে গেল পাঁচ দিনে যৌথ বাহিনীর অভিযানে ৪১ ব্যক্তি গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশিই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গেল ২৪ ঘণ্টায় কুমিল্লা মহানগরী এবং জেলার নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, মুরাদনগর ও তিতাস উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লার মুরাদনগরের গাজীপুর এলাকার আওয়ামী লীগ কর্মী আল-আমিন। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. জামাল উদ্দিন। কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন আহমেদ এবং কুমিল্লা নগরীর সুজানগর এলাকার ছাত্রলীগ কর্মী সানাউল্লাহ হোসেন। হোমনা পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. জুলহাস।

এছাড়াও বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, পৌর সদরের চাঁন্দিশকরা গ্রামের মৃত শামছুল হক পাটোয়ারীর ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী (৫৩), পৌরসভার লক্ষীপুরের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৬), মুন্সীরহাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও ইউনিয়নের পেঁচাইমুড়ী গ্রামের মৃত হলদু মিয়ার ছেলে মফিজুর রহমান (৪৫), ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়ার মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৩)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আটক চারজন আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে রয়েছে। ৫ আগস্টের আগে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। ৫ আগস্টের পরেও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে নাঙ্গলকোটে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, হেসাখাল ইউপির পাটোয়ার গ্রামের মেসবাহুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান খন্দকার (২৯), উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউপির পানকরা গ্রামের মৃত আবু তাহেরে ভূঁইয়ার ছেলে সহিদুর রহমান ভুঁইয়া (৫৯) ওরফে সাহাব উদ্দিন। আদ্রা উত্তর ইউপির আওয়ামী লীগ নেতা দক্ষিণ শাকতলী গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে মাস্টার মাহবুল হক (৬০) ও ঢালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এবং একই ইউপির ঢালুয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বাবুল মিয়া (৫০)।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক জানান, চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের সঙ্গে অপারেশন ডেভিল হান্টের যৌথ অভিযান ছিল। ওই অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পূর্বে তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যা মামলাসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।