০৩:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

অবশেষে বন্ধ হলো পদুয়ার বাজার ইউটার্ন; হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা

  • তারিখ : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 1235

জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পদুয়ার বাজার ইউটার্ন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। নিহতদের মধ্যে আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। মামলায় হানিফ পরিবহনের চালক ও সিমেন্টবাহী লরির অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, “আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

দুর্ঘটনার পর শনিবার দুপুরে সেনা কর্মকর্তা, পুলিশ ও সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিকেল ৫টার দিকে পদুয়ার বাজার ইউটার্নটি বন্ধ করে দেওয়া হয়। এখন থেকে মহাসড়কের সব যানবাহন সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় থাকা ইউটার্ন ব্যবহার করবে।

সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান জানান, ইউটার্নটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বিত সভায় নেওয়া হবে।

স্থানীয়রা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরেই ইউটার্নের কারণে দুর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকেন যাত্রীরা।

error: Content is protected !!

অবশেষে বন্ধ হলো পদুয়ার বাজার ইউটার্ন; হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা

তারিখ : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পদুয়ার বাজার ইউটার্ন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। নিহতদের মধ্যে আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।

নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। মামলায় হানিফ পরিবহনের চালক ও সিমেন্টবাহী লরির অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, “আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

দুর্ঘটনার পর শনিবার দুপুরে সেনা কর্মকর্তা, পুলিশ ও সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিকেল ৫টার দিকে পদুয়ার বাজার ইউটার্নটি বন্ধ করে দেওয়া হয়। এখন থেকে মহাসড়কের সব যানবাহন সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় থাকা ইউটার্ন ব্যবহার করবে।

সওজ-এর উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান জানান, ইউটার্নটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বিত সভায় নেওয়া হবে।

স্থানীয়রা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দীর্ঘদিন ধরেই ইউটার্নের কারণে দুর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকেন যাত্রীরা।