০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলের কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যাকাণ্ডে মৌন মিছিল কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা ! “নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন! কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে কিশোর নিহত কুমিল্লায় ধর্ষণের বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মাকে খুন; মূলহোতা মোবারক গ্রেফতার পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে

আইসিইউতে এখনো অচেতন কুমিল্লার মাহতাব, কান্না থামছে না পরিবারের

  • তারিখ : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 113

স্টাফ রিপোর্টার।।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৫) মৃত্যুর সঙ্গে লড়ছে। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে অচেতন হয়ে পড়ে আছে সে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অসহায় বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বারবার ছেলের নাম ধরে কাঁদছেন—‘ওগো আল্লাহ, আমার একমাত্র পোলারে বাঁচায়া দাও!’

মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির সন্তান। তারা রাজধানীর উত্তরায় একটি ভাড়া বাসায় থাকে। মাহতাব মা-বাবার একমাত্র সন্তান। বাবা মিনহাজুর রহমান পেশায় বেসরকারি চাকরিজীবী।

মাহতাবের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অবস্থা খুবই সংকটজনক। দগ্ধ শরীরে এখনো তার জ্ঞান ফেরেনি। হাসপাতালের কাচের জানালার ওপাশে নিঃসাড় হয়ে পড়ে আছে ছোট্ট ছেলেটি, আর এ পাশে তার মা-বাবা চোখ ভিজিয়ে বসে আছেন চুপচাপ—কোনো কিছু করার নেই তাঁদের।

ঘটনার দিন সকালেও প্রতিদিনের মতো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন বাবা মিনহাজুর। বাবার হাত ধরে স্কুলে ঢোকার সময়ের সেই শেষ হাসিটাই যেন এখন বারবার ভেসে উঠছে চোখে। মাত্র ১০-১৫ মিনিট পরেই যেন পৃথিবীটাই পাল্টে গেল তাঁদের জন্য।

মাহতাবের বাবা মিনহাজুর রহমান বলেন, ‘ডাক্তাররা শুধু বলেছেন, অবস্থা খুব খারাপ। কিছু বলা যাচ্ছে না। আমি আল্লাহর কাছে, দেশের মানুষের কাছে দোয়া চাই। আমার একমাত্র ছেলেকে যেন ফিরে পাই। ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি না।’

প্রসঙ্গত, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের পাশে বিমানবাহিনীর একটি পুরোনো প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

error: Content is protected !!

আইসিইউতে এখনো অচেতন কুমিল্লার মাহতাব, কান্না থামছে না পরিবারের

তারিখ : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার।।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৫) মৃত্যুর সঙ্গে লড়ছে। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে অচেতন হয়ে পড়ে আছে সে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অসহায় বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বারবার ছেলের নাম ধরে কাঁদছেন—‘ওগো আল্লাহ, আমার একমাত্র পোলারে বাঁচায়া দাও!’

মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির সন্তান। তারা রাজধানীর উত্তরায় একটি ভাড়া বাসায় থাকে। মাহতাব মা-বাবার একমাত্র সন্তান। বাবা মিনহাজুর রহমান পেশায় বেসরকারি চাকরিজীবী।

মাহতাবের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অবস্থা খুবই সংকটজনক। দগ্ধ শরীরে এখনো তার জ্ঞান ফেরেনি। হাসপাতালের কাচের জানালার ওপাশে নিঃসাড় হয়ে পড়ে আছে ছোট্ট ছেলেটি, আর এ পাশে তার মা-বাবা চোখ ভিজিয়ে বসে আছেন চুপচাপ—কোনো কিছু করার নেই তাঁদের।

ঘটনার দিন সকালেও প্রতিদিনের মতো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন বাবা মিনহাজুর। বাবার হাত ধরে স্কুলে ঢোকার সময়ের সেই শেষ হাসিটাই যেন এখন বারবার ভেসে উঠছে চোখে। মাত্র ১০-১৫ মিনিট পরেই যেন পৃথিবীটাই পাল্টে গেল তাঁদের জন্য।

মাহতাবের বাবা মিনহাজুর রহমান বলেন, ‘ডাক্তাররা শুধু বলেছেন, অবস্থা খুব খারাপ। কিছু বলা যাচ্ছে না। আমি আল্লাহর কাছে, দেশের মানুষের কাছে দোয়া চাই। আমার একমাত্র ছেলেকে যেন ফিরে পাই। ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি না।’

প্রসঙ্গত, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের পাশে বিমানবাহিনীর একটি পুরোনো প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।