আছিয়া আছিয়া স্লোগানে আজ উত্তাল ছিলো কুমিল্লা

স্টাফ রিপোর্টার।।
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষার্থীরা।

রোববার (৯মার্চ) দুপুরে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়ছে। বিক্ষোভে কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এসময় ধর্ষণ বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো নগরী। তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই। সাড়া বাংলায় খবর দে, ধর্ষক ধরে করব দেন। এসময় তাদের এই বিক্ষোভ সাধারণ ছাত্র-জনতা অংশগ্রহণ করছেন।

দেখা যায়, কান্দিরপাড় পূবালী চত্বর এলাকার বিভিন্ন সড়কে ধর্ষণ বিরোধী স্লোগানে দিয়ে মিছিল করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে টাউন হল থেকে পুলিশ লাইন পর্যন্ত যা শিক্ষার্থীরা৷ পুলিশ লাইন থেকে মিছিল নিয়ে আবার আসে পূবালী চত্বর। এ সময় পূবালী চত্বরে এক প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশের সব নারীদের নিরাপত্তা এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে সমাজের সব স্তরের নারীদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন, ধর্ষণ, গণপিটুনি ও সাইবার বুলিংয়ের উদ্বেগজনক ঘটনা ঘটছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

এসময়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ঊর্মিলা প্রীতি, ইতিহাস বিভাগের মাকসুদা সুলতানা, জাহিদুল ইসলাম , সামি ও তানজীরসহ আরো অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page