আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই, সাধারণ মানুষের সেবা করার উদ্দেশ্যেই প্রার্থী হয়েছি: ভার্ড কামাল

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই, সাধারণ মানুষের সেবা করার উদ্দেশ্যেই আমি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছি। চৌদ্দগ্রামকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমার প্রিয় নেতা আধুনিক চৌদ্দগ্রামের উন্নয়নের রূপকার সাবেক সফল রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি’র পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ নিবো। আমি নির্বাচিত হওয়ার পর জেলা পরিষদ থেকে যে সকল বরাদ্দ আসবে সব চৌদ্দগ্রামের উন্নয়নে বিলিয়ে দিবো, যদি ঘাটতি থাকে নিজের ব্যক্তিগত তহবিল থেকে সেবা করবো। রাস্তাঘাট, পুল কালভার্ট, মসজিদ, মক্তব, কবরস্থান গাইডওয়াল নির্মাণসহ যাবতীয় উন্নয়ন কাজ করবো। তিনি আরো বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে উন্নয়নের সুষম বন্টন ও সবসময় সমাজের নিরীহ গরিব মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমি চৌদ্দগ্রামে একটি অফিস করবো। কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৭নং চৌদ্দগ্রাম ওয়ার্ড থেকে টিউবওয়েল প্রতীক নিয়ে সদস্য প্রার্থী হওয়া এমরানুল হক কামাল (ভার্ড কামাল) কনকাপৈত ইউনিয়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কনকাপৈত ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন কনকাপৈত ইউ’পি প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াম্যান মজিবুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য মাহমুদা আক্তার মিনা, ফয়েজুননেছা, নাছিমা আক্তার, সাধারণ সদস্য মো: শাহীন, সোহেল আলম মজুমদার, মীর হোসেন, মিজান চৌধুরী, নুরুল আলম, নাছির উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক, কনকাপৈত ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাস্টার আব্দুল খালেক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাইন উদ্দিন মামুন প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page