স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে রাতের বেলায় করেছে ভোট চুরি। আর এখন লাকসাম-মনোহরগঞ্জে বিএনপি কাউন্সিলের নামে করছে দিন-দুপুরে ভোট ডাকাতি। মনোহরগঞ্জে একটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কাউন্সিলে ভোটার হলো ১৮৬ জন। অথচ ভোট পড়েছে ২০৬টি! সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে যারা ২০০৮ সালে নৌকায় চড়ে বিএনপিকে হারিয়েছে। ওই চক্রটিই এখন আবার আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করছে। বিএনপিতে বিভাজন সৃষ্টি করছে। আমরা বিভাজন চাই না। যারা দলে বিভাজন করতে চায়। যে কোনো মূল্যে তাদের প্রতিহত করতে হবে।
শনিবার (৩ মে) লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির অপরাংশের নেতৃত্বে থাকা কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল কালাম (চৈতী কালাম) এবং তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ তুলে এসব মন্তব্য করেন।
কর্নেল আজিম বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসন, দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা যেখানে লড়াই-সংগ্রাম করেছি।
দলের দুঃসময়েও কারো সঙ্গে আঁতাত কিংম্বা আপস করিনি। অথচ লাকসাম-মনোহরগঞ্জে একটি চক্র আওয়ামী লীগের সঙ্গে এখন আঁতাত করছে। সাজানো বিএনপিকে বর্তমানে দলের অপনেতৃত্বের কারণে খন্ড বিখন্ড করে রেখেছে। উপজেলা দুটির বর্তমান সাংগঠনিক অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।
স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আবদুল হাই চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন চেয়ারম্যান, সাবেক আহবায়ক আবু ইউসুফ ভূঁইয়া, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা খাজা আহমেদ, ইসমাইল হোসেন, এ এস এম কামরুল বারী মামুন, যুবদল নেতা দিদার হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, আবুল বাশার, মোরশেদ আলম মুশু, লাকসাম উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, ছাত্রদল নেতা ওমর ফারুক জিসান প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page