ইউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ

আলমগীর কবির।।
ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ এর অন্যতম অঙ্গ সংগঠন ইউনিটি অব কুমিল্লা ফাউন্ডেশন এর উদ্যোগে আজ (২৫ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা শহরের রাণীরকুটি মোড় ও কুমিল্লা রেলস্টেশনের ছিন্নমূল ও পথশিশুদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

মানবিক এই কার্যক্রমের অংশ হিসেবে গ্রুপের পক্ষ থেকে প্রায় ৬০ জন মানুষের এক বেলা খাবারের এ উদ্যোগ নেওয়া হয়।

ইউনিটি অব কুমিল্লা ফাউন্ডেশন গ্রুপটি বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে বেশ সুনামের সাথে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম করে যাচ্ছে। ২০০১ বন্ধুদের সমন্বয়ে গঠিত এই গ্রুপটি বন্ধুদের আস্থার ও ভালোবাসার গ্রুপে প্রতিষ্ঠিত হয়েছে। গত কিছুদিন আগেও কিডনি সমস্যায় আক্রান্ত এক বন্ধুর পাশে নগদ অর্থ সহযোগিতা করেছে এবং প্রতিনিয়ত বন্ধুদের সহযোগিতার মাধ্যমে মানবিক গ্রুপ হিসেবেও শুনাম পেয়েছে।

তারই ধারাবাহিকতায় আজকের এই মানবিক উদ্যোগ। মানবিক এই কার্যক্রমের যারা আর্থিক, শারীরিক ও মানসিক সহযোগিতা করেছে গ্রুপের প্যানেলের ও কার্যকরী কমিটির পক্ষ থেকে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ ।আজকের প্রোগ্রাম বাস্তবায়নে যারা উপস্থিত ছিল বিশেষ করে কৃষ দেব, হাবিবা লিপি, সফুরা সুলতানা এনি, ইয়াসমিন আক্তার, এড. সাইফুল আলম,আরিফ, নুরুদ্দিন সোহেল সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

এছাড়াও ফাউন্ডেশনের মাধ্যমে মহৎ ও মানবিক কাজ গুলো অব্যাহত রাখা যায় , যেকোনো প্রয়োজনে বন্ধুদের পাশে সহযোগী হিসেবে থাকতে পারে, এই দোয়া কামনা করা হয় প্যানেলের পক্ষ থেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page