ঈদে মীলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে কুমিল্লায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আলমগীর হোসেন।।
পবিত্র ঈদ-ই মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে কুমিল্লায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি।

উদযাপন কমিটির সহসভাপতি মো. মাইনুল হাসান লেহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, অর্থ সম্পাদক খলিফায়ে গাউসুল আজম শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারি, কুমিল্লার প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান, জশনে জুলুছ কমিটির আহ্বায়ক খাদেম মো. ফিরোজ, দপ্তর সম্পাদক ইউনুস বখশি ও উদযাপন কমিটির প্রচার সম্পাদক মানিক মিয়া খন্দকার মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসাইন চিশতী, মাওলানা আব্দুল কাদের খান ও সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির প্রমুখ।

এ সময় কুমিল্লার প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাংবাদিক সাদিক হোসেন মামুন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ বাহার রায়হান, সদস্য ওমর ফারুকী তাপস, আবদুল জলিল, মনির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয়, আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে (বাদ আসর) কুমিল্লা নগরীর বিভিন্ন মহল্লা, মসজিদ, খানকা শরিফ ও দরবার শরিফ থেকে যার যার নেতৃত্বে জুলুল সহকারে কুমিল্লা টাউন হল মাঠে প্রবেশ করবে।

পরে বাদ মাগরিব টাউন হল মাঠ থেকে মূল জুলুছ বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাতে একই স্থানে মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জসনে জুলুছ কমিটির সভাপতি কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতসহ প্যানেল মেয়রগণ উপস্থিত থাকবেন। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর খবর সকল মিডিয়ায় প্রচারের উদাত্ত আহবান জানান।

মতবিনিময় সভা শেষে দোয়া ও মিলাদ কায়েমের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page