কুমিল্লা নিউজ ডেস্ক।।
ষষ্ঠ ধাপে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান-মেম্বারদের বিনা ভোটে জয়ী করার পায়তারা। এমন প্রতিবেদন গনমাধ্যমে প্রচার হওয়ারপর ৪৮ঘন্টার মধ্যে মনোনয়নপত্র গ্রহণ, প্রতীক বরাদ্দসহ নিশপত্তির নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত।
আগামী ৩১জানুয়ারি কুমিল্লার ৪১টি ইউপিতে ভোট গ্রহণ। তার আগে মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের বিনা ভোটে জয়ী করার পায়তারা করে অন্য প্রার্থীদের মনোনয় জমা প্রদানে বাধা দেয়া হয়। এমন প্রতিবেদন গনমাধ্যমে প্রচারেরপর মনোনয়ন জমা নেয়া, প্রতীক বরাদ্ধসহ সকল কার্যক্রম ৪৮ঘন্টা মধ্যে নিশপত্তির নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।
এবিষয়ে বক্তব্যের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজির হোসেন মিয়ার কাছে জানতে চাইলে প্রথমে গরিমশি করলেও পরে তারা বলেন, রিটপিটিশনের কপি তারা হাতে পেয়েছেন। নির্দেশনা অনুযায়ী পরবর্তি পদক্ষেপ নেবেন তারা।
প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে আসা আইনজীবি জানান, মনোয়নপত্র জমা না নিলেও ৪৮ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
তবে প্রার্থীদের অভিযোগ তাদের পক্ষে আইনজীবিরা মনোনয়নপত্র জমা দিতে গেলেও নির্বাচন কর্মকর্তারা কাল ক্ষেপন করে জমা নেয়নি মনোনয়নপত্র।
পরে বৃহস্পতিবার চার প্রার্থী গোলাম সারওয়ার মজুমদার, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ ইকবাল হোসেন, আবদুল বাতেন নতুন করে তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেন।
আরো দেখুন:You cannot copy content of this page