নিউজ ডেস্ক।।
কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে মোটরসাইকেলের গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও।
অগ্নিকাণ্ডের ওই ঘটনায় নিহত ছয় জনের মধ্যে চার জন বাংলাদেশি বাকি দুইজন পাকিস্তানি। নিহত চার বাংলাদেশির মধ্যে ১ জন মীর হোসেন ফরহাদ দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়ন এর সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়ের এর ছেলে।
আরেকজন হলো, মাহফুজ ফেনী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা। অপরজন, লিটনের বাড়ি নোয়াখালীর সেনবাগে। বাকি এক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কাতারস্থ বাংলাদেশি প্রবাসী ও নিহত মীর হোসেন ফরহাদ এর ভাই জানান, গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল দোকানের কর্মচারী গাড়ির পার্টস জ্বালাই করার সময় পেট্রোলের সংস্পর্শে আগুন লাগে।
এ ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। এসময় ডিউটিরত অবস্থায় দোকানের মালিক মামুন দোকানে থাকলেও সে প্রাণে বেঁচে ফিরলেও বাকিরা দোকান থেকে বের হতে না পারায় তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ কখন বাংলাদেশে আনা হবে সেটি এখনও কেউ নিশ্চিত করেনি।
আরো দেখুন:You cannot copy content of this page