কুবি প্রতিনিধিঃ
গুচ্ছের অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চারটি ভবনে ৫৪ টি কক্ষে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এসময় মোট উপস্থিতির হার ৯৫.৪৪ শতাংশ।
গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়গুলো কলা ও মানবিক অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়ে মোট ২ হাজার ৫০৫ শিক্ষার্থীর। এরমধ্যে ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের তথ্য অনুযায়ী নারী পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ২ হাজার ৩১৮ জন ও পুরুষ ছিলেন ৭৩ জন।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের, গুচ্ছভূক্ত পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ‘খ’ ইউনিটের আহ্বায়ক ও কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘সুষ্ঠুভাবে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে পরীক্ষা নিয়েছি।’
আরো দেখুন:You cannot copy content of this page