কুবির ফার্মেসি বিভাগে শিক্ষক সংকটঃ শিক্ষক নিয়োগের দাবি শিক্ষার্থীদের

বি এম ফয়সাল।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা-কার্যক্রম। শিক্ষক নিয়োগের জন্য অনির্দিষ্টকাল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়ার পর এবার অবস্থান কর্মসূচি পালন করছে বিভাগটির শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে তারা।

রবিবার (২০ জুলাই) বেলা ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বর্জন এবং ১৭ জুলাই বিভাগের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদ করে আসছেন তারা।

এবিষয়ে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন “আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির কাছে এই দাবি করতে যে আমাদের ফার্মেসি বিভাগ মাত্র ৫জন শিক্ষক দিয়ে চলছে, বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট ৫জন শিক্ষক দিয়ে চলে এর চেয়ে নির্লজ্জ আর কিছু হতে পারে না।”

ফার্মেসি সোসাইটির জিএস হিমু বলেন, “আমরা ইউজিসির কাছে প্রশ্ন করতে চাই, “তারা যদি আমাদের শিক্ষক নিয়োগ না দিতে পারে তারা আসলে কি করতে পারে?” তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চান, “ প্রশাসন যদি শিক্ষক নিয়োগ না দিতে পারে, তাহলে কেন নতুন বছরে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে? যেহেতু আজকে আমাদের আল্টিমেটামের শেষ দিন, প্রশাসন যদি আজকের মধ্যে আমাদের সাথে যোগাযোগ না করে, আমরা ডিন অফিস, সাইন্স ফ্যাকাল্টির অফিস এবং ভিসির দপ্তরে তালা লাগিয়ে দিব ।”

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মোট ১২ জন শিক্ষকের মধ্যে ৭ জন রয়েছেন শিক্ষা ছুটিতে। ফলে মাত্র ৫ জন শিক্ষক দিয়েই চলছে বিভাগটি৷

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page