কুবি অ্যানথ্রোপলজি সোসাইটির সহ-সভাপতি ওবায়দুল্লাহ, সম্পাদক অন্তর

ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘অ্যানথ্রোপলজি সোসাইটির ৮ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (বিশেষ) ২০২৪’ এর মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সহ-সভাপতি হয়েছেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. মানছুর আলম (অন্তর)।

সোমবার (৩০ ডিসেম্বর) নৃবিজ্ঞান বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট ও সোসাইটির সভাপতি সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, প্রভাষক তহমিনা খাতুন, সালমা আকতার ঊর্মি ও ছাত্র উপদেষ্টা অমিত দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

এছাড়াও কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন মো. হামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারিয়া তাসনিম মুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রান্তিক অন্জন দাস।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আল-আমিন (২০১৮-১৯), মারজিয়া সুলতানা মুন, নৃবিজ্ঞান (২০১৯-২০), সোনিয়া আক্তার (২০২১-২২), মহসিনা আঞ্জুম তালুকদার (২০২২-২৩), বি.এম.ফয়সাল (২০২৩-২৪) শিক্ষাবর্ষ।

অ্যানথ্রোপলজি সোসাইটির কার্যক্রমের বিষয়ে সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী মানছুর আলম অন্তর বলেন, ‘নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দক্ষ নেতৃত্ব তৈরী করা ও সহ-শিক্ষা কার্যক্রমে উদ্ভুদ্ধ করার জন্য অ্যানথ্রোপলজি সোসাইটি কাজ করে থাকে। এর আওতায় সোসাইটি বিভাগের পক্ষ থেকে অ্যাকাডেমিক সভা, সেমিনারের পাশাপাশি বিতর্ক, পারফর্মিং আর্ট ও খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে বিভাগের শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পান।’

সহ-সভাপতি ওবায়দুল্লাহ খান বলেন, ‘সোসাইটির ভিপি হিসেবে আমি আমার দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবো। আন্তরিকভাবে বিশ্বাস করি, সোসাইটির সকল সদস্যের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে আমরা এই সংগঠনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারব ইনশাআল্লাহ।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page