ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী হাছিবুল ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজা আক্তার।
বুধবার (৪ ডিসেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক তাহারাতবির হোসেন পাপন মিয়াজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে সংগঠনের উপদেষ্টা মো. রিয়াজ শাহরিয়ার রিয়াজের অনুমোদন ছিল।
কমিটির সহসভাপতি পদে নিয়ামত উল্লাহ এবং নূর মোহাম্মদ । যুগ্ম সাধারণ সম্পাদক পদে আফরাজ আহমেদ, ফয়সাল আহমেদ, আবদুল্লাহ আল আসাদ, আব্দুল্লাহ আল নোমান, মোজাহিদুল ইসলাম,গাজী ছাব্বির প্রমুখ। সাংগঠনিক সম্পাদক পদে মো. পলাশ হাসানসহ ৯ জন দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে মো. সাজিদুর রহমান। অর্থ সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম ইমন। প্রচার সম্পাদক পদে ফয়সাল আহম্মেদ। উপ- প্রচার সম্পাদক পদে হাসিন ইশরাক মিরাজ। ক্রীড়া সম্পাদক পদে ইব্রাহিম ও মেহরাজ সামি। এছাড়াও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে মো. ফয়সাল খান, সুমাইয়া আখন্দ তন্নি এবং মাসুমা আক্তারসহ মোট ৪২ জন সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
আগামী এক বছরের জন্য নতুন এ কমিটির কার্যক্রম পরিচালনা করবে।
আরো দেখুন:You cannot copy content of this page