আলমগীর হোসেন।।
শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা’র ব্যবস্থাপনায় পালাগানের আয়োজন করা হয়েছে।
দেশব্যাপী ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সোমবার (০২ অক্টোবর ২০২৩) বিকেলে আয়োজিত পালাগানের বিষয় ছিলো ‘হাশর-কেয়ামত’।
পালাগান পরিবেশনা করেন বরেণ্য শিল্পী সুমন সরকার ও কবিতা দেওয়ান। কুমিল্লার বিভিন্ন স্তরের শতশত মানুষ চার ঘণ্টাব্যাপী অনবদ্য পালাগান উপভোগ করেন।