কুমিল্লায় অন্যের কাটা হাত নিয়ে হেঁটে চলা ভাইরাল আনিসসহ গ্রেপ্তার ২

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে এক হাতে চাপাতি, আরেক হাতে অন্য ব্যক্তির কাটা হাত নিয়ে হেঁটে চলা ভাইরাল হওয়া ভিডিওর সেই আনিস মিয়া ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে জেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নিহত মহিউদ্দিনের বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া এলাকায়। দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল আনিস মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল রোববার গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের জানায় থানা-পুলিশ।

গত ৭ সেপ্টেম্বর মহিউদ্দিন হত্যাকাণ্ডের পর থেকে আনিস মিয়া পলাতক ছিলেন। শনিবার রাতে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে আনিস ও তাঁর সহযোগী শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।

এসআই আব্দুল কুদ্দুস জানান, ৭ সেপ্টেম্বর গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদসংলগ্ন সড়কে মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা ও তাঁর ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে হামলাকারীরা। বিচ্ছিন্ন হাতের ওই অংশ নিয়ে হেঁটে যাওয়া আনিসের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, আনিস এক হাতে চাপাতি, আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ ঘোরাতে ঘোরাতে হেঁটে যাচ্ছেন।

মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম আনিসকে প্রধান আসামি করে ১০ জনের নামে দাউদকান্দি মডেল থানায় ৮ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। প্রধান আসামি আনিসের (২৬) বাড়ি জেলার চান্দিনা উপজেলার শালিখা গ্রামে। দুই নম্বর আসামি দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের শাকিল মিয়াকে (২৮) গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। মামলার আরেক আসামি গৌরীপুর গ্রামের বাবুকে (২০) হত্যাকাণ্ডের দুই দিন পর গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘গতকাল রোববার ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন আনিস মিয়া।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page