স্টাফ রিপোর্টার।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী ইন্ধনদাতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর’ কুমিল্লা আদালতের ২০ আইনজীবীকে বহিষ্কারের দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ জেলার আইনজীবীরা। মূলত ৫ আগস্টের এর পর এই দুই আইনজীবীরা আদালত অঙ্গনে এসে অরাজকতা চেষ্টা করছি বলে তারা অভিযোগ করেন। বিশেষ করে কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজ রহমান লিটন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূইয়া দীর্ঘদিন ধরে ফ্যাস্টিট আওয়ামী লীগের অপকর্ম সাথে জড়িত ছিলো। অথচ সাম্প্রতিক সময় আওয়ামী লীগের দোসরা আদালত প্রাঙ্গনে ঢোকার চেষ্টা করছে। এ নিয়ে বেশ ক্ষুব্ধ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্যরা
অথচ গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধীরা ওই ২০ আইনজীবীর নাম ও ছবিসংবলিত ব্যানার জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে টাঙিয়েছেন। একইদিন সন্ধ্যা ছয়টার দিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান (লিটন) ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঞার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা বলেন,আন্দোলনের সময় এই আইনজীবীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এরা কুমিল্লার আদালতে ঢুকতে পারবে না, কেউ ডুকার চেষ্টা করলে তা আপত্তিয়ত করা হবে।
অভিযোগ সূত্র জানা যায়,তারা দুইজন পিপি থাকা অবস্থায় বিএনপির আইনজীবীদের কোর্টে ডুকতে দেয় নি এবং বেগম খালেদা জিয়ার মামলার সময় সে কোন শুনানি করতে দেয় নি। সে পিপি থাকা অবস্থায় আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে একজন মহিলা আইনজীবীর সাথে অবৈধ সম্পর্কের জেরে ঐ মহিলা আইনজীবীর স্বামী রেলের নীচে কাটা পড়ে আত্মহত্যা করেছে মহিলার স্বামীও আইনজীবী ছিল এবং ঠাকুরপাড়ার এলাকা বাসী এডভোকেট মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ও বহিষ্কারের জন্য আইনজীবী সমিতির অফিসে সমগ্র এলাকা বাসী স্বাক্ষর করে অভিযোগ করেন।
শিক্ষার্থী আইনজীবির অভিযোগ করে বলেন, আইনজীবী সমিতির ভবনের সামনে টাঙানো ব্যানারে ২০ আইনজীবীর ছবি দিয়ে সেখানে লেখা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী ইন্ধনদাতা ফ্যাসিস্ট সরকারের দোসর আইনজীবীগণকে কোর্ট অঙ্গন থেকে বহিষ্কার করুন’। এরা কুমিল্লার আদালতে ঢুকতে পারবে না, কেউ ডুকার চেষ্টা করলে তা আপত্তিয়ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।এছাড়া বাকি কুমিল্লা আদালতের ২০ চিহ্নিত আওয়ামী আইনজীবীর ছবিসহ ব্যানার টাঙানো হয়েছে। কুমিল্লায় আওয়ামী ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। যেখানে ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, আওয়ামী লীগের দোসর এই আইনজীবীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও হত্যাকারীদের বাঁচাতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। তাই কুমিল্লা আদালতের ২০ চিহ্নিত আওয়ামী আইনজীবীর ছবিসহ ব্যানার টাঙানো হয়েছে। কুমিল্লায় আওয়ামী ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। যেখানে ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ করা হবে।
তিনি আওয়ামী আইনজীবীদের উদ্দেশে বলেন, এই আদালতে বার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী আইনজীবীরা আদালতে প্রবেশের পাঁয়তারা করছে।যারা আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের হুঁশিয়ার করে বলছি, আপনারা সাবধান হয়ে যান, আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করলে আপনাদেরও একই পরিণতি হবে।
আরো দেখুন:You cannot copy content of this page