০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবির ভর্তি পরীক্ষায় আবেদন ৫৭ হাজার ছাড়াল, শেষ সময় ১৭ ডিসেম্বর কুমিল্লা কারাগারের ফটক থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক কুমিল্লায় সিইউডিএফ বিজয় দিবসের বিতর্ক উৎসবে দেশ গড়ার প্রত্যয় ইরাসমাস ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি খেজুরের রস পানে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু; রস পানে সতর্কতা অবলম্বনের অনুরোধ কুমিল্লায় ম্যাজিস্ট্রেট দেখে মাটিভর্তি ট্রাক্টর ফেলে পালাল মাটিখেকোরা বুড়িচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক আটক; যান চলাচল বন্ধ শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণের উদ্বোধন দেশের সার্বিক পরিস্থিতিতে কুমিল্লায় র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার বুড়িচংয়ে অবৈধ নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ অভিযান

কুমিল্লায় আবারও জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরি

  • তারিখ : ০৯:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • 80

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা বাজারে আবারও একটি স্বর্ণের দোকান থেকে ক্রেতা সেজে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চান্দিনা কাপড়িয়া পট্টির ওই জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।

দোকানমালিক সুবল দাস বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিন পুরুষ ও এক নারী ক্রেতা বেশে দোকানে এসে স্বর্ণের আংটি, কানের দুল দেখেন। একজন বলেন স্বর্ণের আংটি দেখান আরেকজন বলেন এটার ওজন দেন। আবার আরেকজন বলেন কানের ওই দুলটি দেখান।

সুবল দাস আরও বলেন, সুযোগ বুঝে চোর চক্রের এক পুরুষ দোকানের শোকেস থেকে আংটি রাখার দুটি ট্রে বের করেন এবং সঙ্গে থাকা চক্রের নারী সদস্য কৌশলে বোরকার ভেতরে নিয়ে যান। ট্রে দুটি গায়েব করার পর আংটি ও কানের দুল পছন্দ না হওয়ার অজুহাতে দোকান ত্যাগ করে চোর চক্রটি।

দুটি ট্রেতে ৩০টি আংটি ছিল। এতে প্রায় ৪ ভরিরও বেশি স্বর্ণ থাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার লোকসান হয়। যদি কেউ তাঁদের শনাক্ত করতে পারে তাঁদের পুরস্কৃত করবেন বলেও জানান দোকানমালিক।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলারি দোকানে স্বর্ণের চেইন চুরির সময় চোর চক্রকে আটক করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। চোর চক্রকে আটক করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।’

ঈদ উপলক্ষে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশের এই কর্মকর্তা।

error: Content is protected !!

কুমিল্লায় আবারও জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরি

তারিখ : ০৯:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

চান্দিনা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা বাজারে আবারও একটি স্বর্ণের দোকান থেকে ক্রেতা সেজে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চান্দিনা কাপড়িয়া পট্টির ওই জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।

দোকানমালিক সুবল দাস বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিন পুরুষ ও এক নারী ক্রেতা বেশে দোকানে এসে স্বর্ণের আংটি, কানের দুল দেখেন। একজন বলেন স্বর্ণের আংটি দেখান আরেকজন বলেন এটার ওজন দেন। আবার আরেকজন বলেন কানের ওই দুলটি দেখান।

সুবল দাস আরও বলেন, সুযোগ বুঝে চোর চক্রের এক পুরুষ দোকানের শোকেস থেকে আংটি রাখার দুটি ট্রে বের করেন এবং সঙ্গে থাকা চক্রের নারী সদস্য কৌশলে বোরকার ভেতরে নিয়ে যান। ট্রে দুটি গায়েব করার পর আংটি ও কানের দুল পছন্দ না হওয়ার অজুহাতে দোকান ত্যাগ করে চোর চক্রটি।

দুটি ট্রেতে ৩০টি আংটি ছিল। এতে প্রায় ৪ ভরিরও বেশি স্বর্ণ থাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার লোকসান হয়। যদি কেউ তাঁদের শনাক্ত করতে পারে তাঁদের পুরস্কৃত করবেন বলেও জানান দোকানমালিক।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলারি দোকানে স্বর্ণের চেইন চুরির সময় চোর চক্রকে আটক করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। চোর চক্রকে আটক করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।’

ঈদ উপলক্ষে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশের এই কর্মকর্তা।