কুমিল্লায় একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

হোমনা প্রতিনিধি।।
কুমিল্লায় একই রশিতে মা এবং ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় জেলার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ফকির পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই এলাকার জজ মিয়ার ছেলে বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২০) এবং তাদের ৩ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ।

কুমিল্লার হোমনায় এক রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় মা ও শিশু ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

এই ঘটনায় নিহত সানজিদার স্বামী মো. বাবু মিয়া ও তার মাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

এদিকে নিহত সানজিদার বাবা মো. রনি ভূঁইয়ার অভিযোগ স্বামী ও শ্বাশুড়ী মিলে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে। তিনি মামলা করবেন বলে জানান।

এ বিষয়ে হোমনা থানা ও.সি মো. সাইফুল ইসলাম জানান, ধারণা করছি মান-অভিমান থেকে একই রশিতে শিশু ছেলেকে নিয়ে মা আত্মা করেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সানজিদার স্বামী ও শ্বাশুড়ীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো কোন অভিযোগ পাইনি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page