০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার

কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার

  • তারিখ : ০৫:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 2983

জহিরুল হক বাবু
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া (৫০) নামে এক ওয়ার্কশপ মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুল সংলগ্ন তার ওয়ার্কশপের পাশের বিশ্রাম কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ চালাতেন দুলাল মিয়া। ভবনের মালিক ঢাকায় থাকায় তিনি ওয়ার্কশপের পাশাপাশি একতলা ভবনটিরও দেখাশোনা করতেন।

শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে তিনি ভবনের এক ভাড়াটিয়ার কাছে ভাড়া তুলতে যান। এরপর থেকে আর বাড়ি ফেরেননি।

পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। আজ রবিবার সকালে স্বজনরা ওয়ার্কশপে গিয়ে পাশের বিশ্রাম কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।

কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার

তারিখ : ০৫:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া (৫০) নামে এক ওয়ার্কশপ মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুল সংলগ্ন তার ওয়ার্কশপের পাশের বিশ্রাম কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ চালাতেন দুলাল মিয়া। ভবনের মালিক ঢাকায় থাকায় তিনি ওয়ার্কশপের পাশাপাশি একতলা ভবনটিরও দেখাশোনা করতেন।

শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে তিনি ভবনের এক ভাড়াটিয়ার কাছে ভাড়া তুলতে যান। এরপর থেকে আর বাড়ি ফেরেননি।

পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। আজ রবিবার সকালে স্বজনরা ওয়ার্কশপে গিয়ে পাশের বিশ্রাম কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।